রাজশাহী

বাগাতিপাড়ায় সপ্তম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২২ , ৬:২৭:৪৩ প্রিন্ট সংস্করণ

মোঃ আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় মা-বাবার ওপর অভিমানে মিতু খাতুন (১৩) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বরাপপুর দেলি পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মিতু ওই গ্রামের আজিজুল হকের মেয়ে। সে লোকমানপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী । মৃতের আত্মীয়রা বলেন , বান্ধবীদের সাথে বেড়াতে যাওয়াকে কেন্দ্র করে মা-বাবা মিতুকে বকুনি দেয়। এতে অভিমান করে সন্ধ্যার দিকে বাড়িতে নিজ ঘরের তীরের সাথে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে ওড়না কেটে তাকে নামায়। পরে বাগাতিপাড়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতালে পাঠানো হয়। শেষে বুধবার দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে মিতু আত্মহত্যা
বলে নিশ্চিত হওয়া গেছে।

আরও খবর

Sponsered content