প্রতিনিধি ১০ মার্চ ২০২৫ , ৬:৫০:৩১ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস কর্মীদের অংশ গ্রহণে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাবিবুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ( ভূমি) মো: বদরুদোজা, প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল জাবির, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা ইভানিল ঋতু, উপজেলা জামায়তে ইসলামি উপজেলা আমির মাও: মো: শাহাদাৎ হোসাইন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো: জাহাঙ্গীর কবির, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মহোড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিস, সিপিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সকাররি কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ইলেট্রেনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।