খুলনা

বাগেরহাটে অরিয়েন্টেশন কর্মশালা

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২০ , ৭:০৬:৩৭ প্রিন্ট সংস্করণ

বাগেরহাট প্রতিনিধি : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বাগেরহাট জেলা পর্যায়ের সাংবাদিকদের অরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জেলার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা ও জন স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন সিভিল সার্জন ডা. কে এম হুমাউন কবির। অরিয়েন্টেশন কর্মশালায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন বিষয় তুলে ধরেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার পুলক দেব নাথ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. সুব্রত কুমার দাশ, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. জহির উদ্দিন আহম্মেদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট এমডি মোজ্জাফর হোসেন, সাধারন সম্পাদক তালুকদার এ বাকি প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by