বাগেরহাট প্রতিনিধি : ৪ ডিসেম্বর ২০২৫ , ৮:৩০:৫০ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের রামপালে গৌরম্ভা ইউনিয়ন পরিষদের হলরুমে নাগরিক ফোরামের দ্বিতীয় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকালে নাগরিক ফোরাম সভাপতি ডা: মো: ওবায়দুল্লাহ গাজী সভাপতিত্বে ও ফোরাম সেক্রেটারী রিক্তা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি সিসাবে উপস্থিত ছিলেন গৌরম্ভা ইউনিয়ানের প্রশাসনিক কর্মকর্তা শেখ শরিফুদ্দৌলা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি চম্পক কুন্ডু ও মো: তিজারাত গাজী । বক্তৃতা প্রদান করেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন। ফোরাম নেতা মো: মোহতাদির, তাসলিমা আক্তার বৃষ্টি, সাবিনা খাতুন, মুকুল চন্দ্র সরকার প্রমুখ।
সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সরকারের ১২৫ রকমের সেবা সম্পর্কে পর্যায়ক্রমে নাগরিকদের জানা এবং স্থানীয় অসচেতন মানুষকে সচেতন করার বিষয়ে ত্রৈমাসিক সভায় আলোচনা করা হয়।
বয়স্ক বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের বয়স ৬২ অতিক্রান্ত হবার পর তাদেরকে বয়স্কভাতা কর্মসূচীতে সংযুক্ত করা এবং শূন্যস্থানে বিধবা ও স্বামী নিগৃহীতাদের ভাতা প্রাপ্তির সুযোগ তৈরীর বিষয়ে নাগরিকরা ইউপি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। জে এফ এ কনসাল্টিং গ্রুপ এর অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন ও উই ক্যান এর সহযোগিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা বাগেরহাটের রামপাল সদর ও গৌরম্ভা ইউনিয়নে নাগরিক প্রকল্প বাস্তবায়ন করছে।
ত্রৈমাসিক সভা শেষে নেতৃবৃন্দ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনের অংশ হিসাবে আন্তর্জাতিক দাসপ্রথা বিলোপ দিবস পালনে এক মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি বাস্তবায়ন করে।
মানুষের মনের অসচেতনাতার আধার দুর করে হৃদয়কে আলোকিত করতে এবং নারীদের মর্যাদাকে সমুন্নিত করতে প্রতিকী এই মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠান করা হয়।

















