রংপুর

দিনাজপুরে ৩০ বছর ধরে পাঠক সেবা দিয়ে যাচ্ছেন হকার আব্দুল মান্নান

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২২ , ৬:৪৭:৩৯ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, সংবাদ পত্র জগতের প্রবীণ হকার্স এবং পত্রিকা হকার্সদের সুখে-দুঃখে যার ছোঁয়া মানবতার সেতুবন্ধন রচনা করে তিনি হচ্ছেন পত্রিকার হকার আব্দুল মো. মান্নান ব্যাপারী। ১৯ বছর আগে মাদারীপুর জেলা হতে আসেন দিনাজপুরে তার খালা-খালুর সাথে বেড়াতে। এসেই দিনাজপুর জেলাকে তিনি ভালোবেসে ফেলেন। ভগ্নীপতি নুরুল ইসলামের সহযোগিতায় দিনাজপুরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা করতে শুরু করেন। এভাবেই একদিন তিনি সংবাদ পত্রের জগতের সাথে জড়িয়ে পড়েন। তিনি দীর্ঘদিন ধরে ১০ মাইল মোড়ে পত্রিকার সাব এজেন্ট ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় রুটে একজন প্রতিষ্ঠিত হকার হয়ে পাঠকদের তথ্য জানার কাজে নিয়োজিত আছেন। তিনি সংবাদ পত্রের শুধু একজন হকার নন এর পাশাপাশি হকার্সদের যে কোন আপদে-বিপদে ঝাঁপিয়ে পড়েন। তিনি দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক নেতাদের এবং সমাজ সেবকদের কাছ থেকে বিভিন্ন সময় অনুদান-সাহায্যে এনে সদস্যদের মাঝে বিতরণ করে আসছেন। এভাবেই তিনি ১৯৯৪ সালে দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। গত বৈশি^ক মহামারি করোনা ভাইরাসের সময় অনেক পত্রিকা বন্ধ হয়ে গেলে তিনি নিজস্ব তহবিল হতে ৫ কেজি করে আটা প্রতিটি হকারের মাঝে বিতরণ করেন। তিনি ২০১৯ সালে স্ব-ইচ্ছায় এবং হকার্সদের মাঝে নেতৃত্ব গড়ে তুলতে তিনি সভাপতির পদ থেকে সড়ে দাঁড়ান। বর্তমানে সদস্যদের অনুরোধে এবং সংগঠনকে গতিশীল করতে তিনি আসন্ন দিনাজপুর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে দাঁড়াবেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে হকার্সদের নিজস্ব একটি অফিস ঘর, হকার্সদের জন্য কল্যাণ তহবিল ও হকার্স গ্রæপ বীমা সহ তহবিল গঠনের মাধ্যমে সদস্যদের সেবা করে যাবো।

আরও খবর

Sponsered content

Powered by