রাজশাহী

ধামইরহাটে সংবর্ধনা ও জনসচেতনতামূলক সভা

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২০ , ৪:০২:৩০ প্রিন্ট সংস্করণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে দুই বনবিট কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান ও সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় পাইকবান্দা বিটে সিনিয়র সাংবাদিক এম এ মালেকের সভাপতিত্বে ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সঞ্চালনায় সংবর্ধনা ও সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

এ সময় বনবিভাগের কাজের স্বচ্ছতায় রাজশাহী বিভাগে ১ম হয়ে শুদ্ধাচার পুরুস্কার পাওয়ায় পাইকবান্দা বিট অফিসার লক্ষন চন্দ্র ভৌমিক ও মুজিববর্ষে ধামইরহাট উপজেলায় বিরল প্রজাতিরসহ বনায়নে বিশেষ ভূমিকা রাখায় ধামইরহাট বনবিট কর্মকর্তা আব্দুল মান্নানকে সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

সোনার বাংলা সংগীত নিকেতনের সহযোতিায় অনুষ্ঠানে পত্নীতলা থানার ওসি সামসুল আলম শাহ, ধামইরহাট থানার ওসি আবদুল মমিন, প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু,পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, পত্নীতলা মডেল প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান, সম্পাদক আবু সাইদ, সাপাহার প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংবাদিক আ. রহিম, বদলগাছী প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, সমাজসেবক আলতাব হোসেন, সোনার বাংলা সংগীত নিকেতনের পরিচালক জিল্লুর রহমান, প্রধান প্রশিক্ষক আজাদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by