দেশজুড়ে

বাগেরহাটে জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী পালিত

  প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৫ , ৭:৪০:১৩ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে জিয়াউর রহমানের ৭৯তম জন্মবার্ষিকী পালিত

বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাগেরহাট জেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা শহরের স্বাধীনতা উদ্যানে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সাবেক জেলা যুবদল সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য হাদিউজ্জামান হিরো, হাজরা আসাদুল ইসলাম পান্না, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, জেলা কৃষক দলের সভাপতি সৈয়দ আসাফুদৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভা সহ জেলা,উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরও খবর

Sponsered content