দেশজুড়ে

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত ৫ জনের মৃত্যু

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ৪:২৯:০৫ প্রিন্ট সংস্করণ

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত ৫ জনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৪৭৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মৃত তানভীর (১৬) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বাসিন্দা, জলিল (৫৬) বরগুনা জেলার বেতাগী উপজেলার বাসিন্দা, রিনা বেগম (৪৫) বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা, লাইজু (৪০) পিরোজপুর সদর উপজেলার বাসিন্দা ও মনোয়ারা (৬৫) ঝালকাঠি জেলার কেষ্টকাঠি এলাকার বাসিন্দা। এর মধ্যে ৩ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন ঝালকাঠি ও পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২২ হাজার ৩৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৯২ জন। বিভাগে এখন পর্যন্ত ৯১ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬৩ জন, ভোলা সদর হাসপাতালে ৮ জন, বরগুনা সদর হাসপাতালে ৫ জন, পিরোজপুর সদর হাসপাতালে ৯ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে ৫ জন ও ঝালকাঠি হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বলছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১৩৪ জন, পটুয়াখালীতে ১০৭ জন, পিরোজপুরে ৯৩ জন, ভোলায় ৫৩ জন, বরগুনায় ৬৭ জন ও ঝালকাঠিতে ২৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে এক হাজার ৩০১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by