দেশজুড়ে

বাগেরহাটে তিনজেলার হিজরাদের মতবিনিময়

  প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ৬:০০:২৮ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে তিনজেলার হিজরাদের মতবিনিময়

বাগেরহাটে হিজরাদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট সদরের রনবিজয়পুর এলাকায় ১ মার্চ দুপুরে, রানী হিজরার ভবনের নিচতলায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বাগেরহাট, খুলনা ও ঝালোকাঠি জেলার হিজরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্যদেন সংগঠনের সভাপতি রানী হিজরা, লেকমি হিজরা, ঝালোকাঠির বিপাসা হিজরা, মর্জিনা হিজর প্রমুখ।
এসময় হিজরারা বলেন, তাদের সন্তাননেই, সংসারনেই। তারা মানুষকে আনন্দ দিয়ে তাদের থেকে কিছু নিয়ে জীবন ধারন করেন। তাদের উপর মানবিক হওয়ার জন্য সব মানুষের প্রতি আহবান জানান।

আরও খবর

Sponsered content