চট্টগ্রাম

কসবায় ভারতে পাচারকালে ২ শিশুসহ ৫ রোহিঙ্গা স্বরণার্থী আটক করেছে বিজিবি

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২১ , ৩:৪৬:২২ প্রিন্ট সংস্করণ

খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় ভারতে পাচারকালে ২ শিশুসহ ৫ রোহিঙ্গা স্মরণার্থী আটক করেছে টহলরত কুমিল্লার বিজিবি।

শুক্রবার সন্ধ্যা ৫:৩০ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া অধীনস্থ ৬০বিজিবি’র সালদা নদীর বিওপি’র নায়েক মো. আইয়ুব আলীর নেতৃত্বে একটি টহলরত দল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে এলাকাবাসীর সহযোগিতায় তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হলো মোছা. নূর আংকিস (২৫), পিতা: মৃত: সলিমুল্লা, মোছা. গোলবাহার (২২), স্বামী: মৃত: সাইফুল ইসলাম, মোছা. সাবিকুন্নাহার (৪), পিতা: মৃত: সাইফুল ইসলাম, শারমীন আকতার (২), পিতা: মৃত: সাইফুল ইসলামা ও মোছা. রাজুমা (১৮) পিতা: আমির হোসেন। তারা সবাই কক্সবাজার কুতুপপালং ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে জানা যায়।

পাচারকাজে সহযোগিতায় অভিযুক্তরা হলেন মো. শাকিল (১৯), পিতা: মো. খোরশেদ আলম ও মো. নাজমুল (২৩), পিতা: মো. শাহআলম এবং উভয়েরই গ্রাম শ্যামপুর।

আটকের বিষয়টি কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন নিশ্চিত করে বলেন আটকৃত রোহিঙ্গারা সীমান্ত অতিক্রম করার সময় বিজিবি টহলরত অবস্থায় তাদের আটক করেন। বিজিবি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আদালতে চালান করে দিয়েছি।

আরও খবর

Sponsered content

Powered by