দেশজুড়ে

বাগেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০১:১০ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট জেলা জামায়াতের উদ্যোগে শহরতলির মেঘনিতলা বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা জামায়াতের সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যাক্ষ মশিউর রহমান। এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ , জেলা জামায়াতের সেক্রেটারী শেখ মোঃ ইউনুস আলী, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মঞ্জুরুল হক রাহাত, অধ্যাক্ষ আব্দুল আলিম, অধ্যাপক ইকবাল হুসাইনম, মল্লিক মিজানুর রহমান, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা শিবিরের সভাপতি মোরশেদ আলম প্রমুখ।

এ সময় বক্তারা এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি দাবি করেন। বক্তরা বলেন, অর্ন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের এতো সময় অতিবাহিত হওয়া পরেও আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। স্বৈরাচারের আমলে গ্রেফতার এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়।

এ পরিস্থিতিতে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির জোড় দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি মানা না হয়তাহলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

আরও খবর

Sponsered content