দেশজুড়ে

বাগেরহাটে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  প্রতিনিধি ১২ মার্চ ২০২৫ , ৪:০০:৫৬ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

বাগেরহাটের তেলিগাতীতে বিএনপির নেতা কর্মীদের ওপর হামলা ও আওয়ামী দোসরদের আশ্রয় দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি।

বুধবার সকালে তেলিগাতীর ইউনিয়ননের হেড়মাবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান। সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ তালুকদার, ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিক ইসলাম হাওলাদার।

বক্তারা বলেন, ‘স্বৈরাচারী আওয়ামীসরকারের এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মারপিট, ঘের লুটকরেছে তারা কৃষকদলের সাধারণ সম্পাদক জিয়ারুল শিকদার, রফিকহা ওলাদার ও যুবদল নেতা রাজু আহমদের উপর হামলা করেছে। ওই হামলা কারিদেরকে বিএনপির একটি অংশ আশ্রয় দিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টাকরছে’।

আরও খবর

Sponsered content