দেশজুড়ে

বাগেরহাটে শ্রমিকদেরকে বিনা মূল্যে পরিচয় পত্র বিতরণ

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৪ , ৭:৫৩:৪০ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে শ্রমিকদেরকে বিনা মূল্যে পরিচয় পত্র বিতরণ

বাগেরহাটে আন্ত:জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজি:৬১৮) এর সকল সদস্যদের বিনা ম্যূলে পরিচয় পত্র বিতরণ শুরু করেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের লিচুতলা এলাকায় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শামিম খান।

এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো: হেদায়েত হোসেন হাওলাদার, সিনিঃ সহ- সভাপতি মো: আরশাফ হোসেন আশা, সহ-সভাপতি মো: রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন হাওলাদার, সহ-সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো: জাকির হোসেন মিলন, প্রচার সম্পাদক মো: সাদ্দাম হোসেন মোড়ল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আব্দুল কাদের, লাইন সম্পাদক মিনা আনিসুর রহমান ও খোকন শেখসহ বাস শ্রমিকরা উপিিস্থত ছিলেন।

শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, পরিচয়পত্র শ্রমিকদের অধিকার। এটা পূর্বে ২ থেকে ৩ শত টাকা দিয়ে নিতে হতো এটা শ্রমিকদের অধিকার কেন টাকা দিয়ে নিতে হবে। এজন্য আমাদের কমিটির সভাপতি ও
সাধারণ সম্পাদকের পক্ষ থেকে বিনামূল্যে শ্রমিকদের পরিচয়পত্র বিতরণ করেছি।

ইউনিয়নে শ্রমিকদের পরিচয়পত্রের জন্য যে নির্দিষ্ট ফী রয়েছে, তা আমরা নিজস্ব  তহবিল থেকে প্রদান করবো। বাসস্ট্যান্ড নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, বাগেরহাট বাস শ্রমিক ইউনিয়ন থাকবে মাদক মুক্ত। কোন চাঁদা বাজি থাকবে না এই ইউনিয়নে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

আরও খবর

Sponsered content