দেশজুড়ে

বাগেরহাটে ১৭টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবীতে রাস্তায় কয়েক হাজার শ্রমিক

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৫ , ৪:০৮:০০ প্রিন্ট সংস্করণ

বাগেরহাটে ১৭টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবীতে রাস্তায় কয়েক হাজার শ্রমিক

বাগেরহাটে বিগত সরকারের সময় বন্ধ হওয়া লখপুর গ্রুপের রপ্তানিমুখি ১৭টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবীতে রাস্তায় নেমেছেন কয়েক হাজার শ্রমিক।

শুক্রবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি এলাকায় ওইসব প্রতিষ্ঠানের শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরে তারা কাটাখালি মোড়ে অবস্থান নেয়।

মানববন্ধনে শ্রমিকরা জানান, বন্ধ হয়ে যাওয়া এসব কারখানায় চাকরি করে তাদের সংসার চলতো। এখানকার বেতন দিয়ে আমাদের ছেলে-মেয়েদের পড়াশুনা হয়। বিগত আওয়ামী সরকারের নেতাদের চাঁদাবাজি ও সরকারের প্রত্যক্ষ ইন্ধনে এই কারখানা গুলো বন্ধ হয়ে যায়। যে কারণে আমাদের কয়েক হাজার শ্রমিক আজ পথে বসে গেছি।

আরও খবর

Sponsered content