রংপুর

আটোয়ারীতে ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিন প্রদান শুরু

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২১ , ৮:৫২:৩৪ প্রিন্ট সংস্করণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :

পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান সহায়তা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মো. হুমায়ুন কবীর। বৃহস্পতিবার বিকেলে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম ধাপে ১৬২ ভায়াল করোনা ভ্যাকসিন পৌঁছেছে।

ভ্যাকসিনগুলো পৌঁছার সঙ্গে সঙ্গে কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সানন্দে গ্রহন করা হয়েছে। সদস্য সচিব বলেন, রবিবার করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে।

তবে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ধাপে কোভিড-১৯ এর সম্মুখ সারির প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সম্মুখ সারির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সম্মুখ সারির গণমাধ্যমকর্মী, নির্বাচিত জন প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সকল ধর্মের প্রতিনিধিরা ভ্যাকসিন পাবেন।

 

আরও খবর

Sponsered content

Powered by