দেশজুড়ে

বাঘাইছড়িতে বজ্রপাতে শিশুর মৃত্যু

  প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৪:৪৪:০৯ প্রিন্ট সংস্করণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে উইন চাকমা (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ভূবন চাকমা। 

বুধবার (১৩ মে) বিকেলে সাজেক ইউনিয়নের ভিজা নন্দারাম গ্রামে এ ঘটনা ঘটে।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান নেলশন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেকের ভিজা নন্দারাম এলাকায় শিশুটি ও তার বাবা ঘরে অবস্থান করছিল। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিলো। হঠাৎ বজ্রপাতের আঘাতে নিজ ঘরে অবস্থান করা শিশু উইন চাকমা মারা যান এবং তার বাবা ভূবন চাকমা আহত হন। বর্তমানে তিনি সুস্থ আছেন।

আরও খবর

Sponsered content