
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মেঘনা তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার আটকসহ পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূইয়া উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরমরিচাকান্দি এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন।
এসময় অনুমোদিত সীমানার বাইরে বালু উত্তোলনের অপরাধে ১টি ড্রেজার আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করে কানাইনগর গ্রামের মোঃ শিপন এর কাছ থেকে ৫০০০০০/- (পাঁচ লক্ষ টাকা) অর্থদন্ড আদায় করা হয়।