চট্টগ্রাম

বান্দরবানের রোয়াংছড়িতে ২ সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে নিহতদের লাশ হস্তান্তর

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৩ , ২:১০:৪০ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার খামতাং পাড়ায় গত বৃহস্পতিবার  পাহাড়ি সশস্ত্র ২টি সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দন্দে ৮ জন নিহত হয়েছে।
উদ্ধারকৃত গুলিবিদ্ধ ০৮( আট) জনের মৃতদেহ ময়না তদন্ত শেষে  ৮ই এপ্রিল (শনিবার) দুপুরে  বম সোস্যাল কাউন্সিল বাংলাদেশ এর সভাপতি লালজারলম বম (৪৮) পিতা-দিরাচও বম সাং- উজানী পাড়া, বান্দরবান পৌরসভা,বান্দরবান এর নিকট   হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।সুত্রে জানানো হয় রোয়াংছড়ি থানার পূর্বসূত্র জিডি নং-১৮২ তারিখ-০৭/০৪/২০২৩ মূলে রোয়াংছড়ি উপজেলায় নিহত ৮ জনের লাশ বম সোস্যাল কাউন্সিল বাংলাদেশ এর সভাপতি লালজারলম বম এর নিকট হস্তান্তরিত হয়েছে।
৮ই এপ্রিল (শনিবার) সন্ধ্যায় এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল মান্নান জানান নিহত ৮ জনের লাশ বম সোশ্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি লালজার লম বম গ্রহণ করেছেন। নিহত সবাই বম সম্প্রদায়ের, যাদের মধ্যে ৭ জনের বাড়ি রুমা উপজেলায় আর একজনের বাড়ি রোয়াংছড়িতে।
সুত্রে জানানো হয় ৭ টি মৃতদেহ রুমা উপজেলায় এবং ১ টি মৃতদেহ রোয়াংছড়ি উপজেলায় সৎকার  করা হবে মর্মে জানা যায়।
এ বিষয়ে বম সোস্যাল কাউন্সিল বাংলাদেশ এর সভাপতি লালজারলম বম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান সংঙ্ঘর্ষে নিহতদের লাশ বুঝে নিয়েছি এদের মধ্যে রুমা উপজেলার জুরভারং পাড়ায় ৬ জন এবং রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যং পাড়ায় ২ জনের লাশ রিতি মেনে সৎকার করা হয়েছে মর্মে জানান তিনি
এদিকে গত বৃহস্পতিবার দুই গ্রুপের গোলাগুলিতে নিহতদের নাম ও পরিচয় ময়নাতদন্তের পর  পাওয়া গিয়েছে তারা হলেন-
মৃতদেহ ক্রমিক নাম্বার অনুসারে-
১। লাল লিয়ান ভাক বম (৪৪), পিতা-কাপ ঙির বম, মাতা-হোয়াত জির বম, সাং-দেবাছড়া পাড়া, পোষ্ট-রুমা,
থানা-রুমা, জেলা-বান্দরবান। (এনআইডি-০৩১৯১৩৮২১৪৪৪১ জন্ম তারিখ-১০/০৫/১৯৭৯ইং)
২। জেহিম বম (৪৪), পিতা-তনচেও বম, মাতা-লানরিনেম বম, সাং-পাইক্ষ্যং পাড়া, ৬নং ওয়ার্ড, পোষ্ট-
রোয়াংছড়ি, থানা-রোয়াংছড়ি জেলা বান্দরবান।
৩। সাংথুম বম (৪২), পিতা-সিম আলহ বম, মাতা-রাওপেন বম, সাং- জুরভারং পাড়া, ৪নং ওয়ার্ড, পোষ্ট-
রুমা, থানা-রুমা, জেলা-বান্দরবান। (এনআইডি-০৩১৯১৩৮২১৭১৬৬ জন্ম তারিখ-৩১/১০/১৯৮১ইং)
৪। রয়রেম বম (১৭), পিতা-তন থাং বম, মাতা-লালঠাজিং বম সাং- জুরভারং পাড়া, ৪নং ওয়ার্ড, পোষ্ট-রুমা,
থানা-রুমা, জেলা-বান্দরবান।
৫ । সানপিথের থাং বম (২২), পিতা-তন সাং বম, মাতা-জিং নেম কুং বম, সাং-জুরভারং পাড়া, ৩নং ওয়ার্ড,
পোষ্ট-রুমা, থানা-রুমা, জেলা-বান্দরবান। (এনআইডি-৪৬৬২১৭৫৬২১ জন্ম তারিখ-১০/০৬/২০০১ইং)
৬। ভানলাল দুহ বম (৩৫), পিতা-মৃত সাংখুম বম, মাতা-রেমত্নিং বম, জুরভারং পাড়া, ৪নং ওয়ার্ড, পোষ্ট-
রুমা, থানা-রুমা, জেলা-বান্দরবান। (এনআইডি-১৯৮৮০৩১৯১৩৮০০০০০৩ জন্ম তারিখ-২২/১১/১৯৮৮ইং)
৭। লাল ঠাজার বম (২৭), পিতা-জিকবিল বম, মাতা-নিয়াংসেম বম, সাং- সাং-জুরভারং পাড়া, ৪নং ওয়ার্ড,
পোষ্ট-রুমা, থানা-রুমা, জেলা বান্দরবান। (এনআইডি-২৮১৭৭৬২৯৯৬ জন্ম তারিখ-১০/০৯/১৯৯৬ইং)
৮। বমরাম থাং বম @ বমতে (৩২), পিতা-লুংঅই বম, মাতা-সাং-রৌনিং পাড়া, ৫নং ওয়ার্ড, ০১নং পাইন্দু
ইউপি, থানা-রুমা, জেলা বান্দরবান।

আরও খবর

Sponsered content

Powered by