প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৪ , ৭:১২:০৮ প্রিন্ট সংস্করণ
বান্দরবানে ইসলামিয়া শিক্ষা শিক্ষাকেন্দ্র দখলে জড়িত থাকার মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদ রেজা।
সোমবার (৯ সেপ্টেম্বর) জেলার হোটেল গ্র্যান্ডভ্যালি কনফারেন্স কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাবেদ রেজা বলেন, গত ৩ সেপ্টেম্বর ১৩ জনের নাম উল্লেখ করে বান্দরবান ইসলামিয়া শিক্ষাকেন্দ্র দখলের অপচেষ্টা চালানো হচ্ছে মর্মে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশন জিওসি বরাবর অভিযোগ করেন প্রতিষ্ঠানটির পরিচালক হোসাইন মুহাম্মদ ইউনুস।
অভিযোগটির দুই নম্বরে তার নামটি উল্লেখ করা হয়েছে। তিনি আরো জানান, যে মিথ্যা অভিযোগটি দেয়া হয়েছে সেদিন ব্যক্তিগত কাজে তিনি বান্দরবানের বাহিরে অবস্থান করেন। তিনি বলেন আমি এই বিষয়ে কিছু জানি না।আমার বিরুদ্ধে এই অভিযোগটি ষড়যন্ত্রমূলক করা হয়েছে।এই বিষয়ে তিনি আইনের আশ্রয় নিবেন বলেও জানান সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ কর্মরত সংবাদিকরাও উপস্থিত ছিলেন ।