রাজশাহী

নওগাঁয় তথ্য আপার উঠান বৈঠক

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২০ , ৫:৫৭:৪৫ প্রিন্ট সংস্করণ

নওগাঁয় তথ্য আপার উঠান বৈঠক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার মন্ডলের মোড় এলাকায় অনুষ্ঠিত হয়েছে তথ্য আপার উঠান বৈঠক। এতে স্থানীয় ২৫ জন বিভিন্ন বয়সের নারী অংশ নেন। উঠান বৈঠকে রিসোর্স পার্সন ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিসংখ্যান অফিসার ফায়সাল হাসান ও নওগাঁ তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকার। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উঠান বৈঠকের ধারাবাহিকতায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহনকারী নারীদের মাঝে মাস্ক ও অন্যান্য স্বাস্থ্য সহায়ক সরঞ্জাম বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবা বøাড প্রেসার পরিমাপ, ওজন ও উচ্চতা পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা সেবা প্রদান, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে নারীদের উদ্যোগী হিসেবে গড়ে উঠতে সহায়ক বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। মুক্ত আলোচনায় জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয়াদি তুলে ধরা হয়।

আরও খবর

Sponsered content

Powered by