চট্টগ্রাম

চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৯৬

  প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২৩ , ৪:০৬:৪৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ৯৬

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৯৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৭৭০ জনে। তবে এদিন ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ৫৯ জন অপরিবর্তিত রয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৩২৬ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১২৩ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৯ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৭৪ জন ভর্তি রয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪৪৪ জন।

আরও খবর

Sponsered content

Powered by