প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৪৭:৪৩ প্রিন্ট সংস্করণ
বান্দরবানের লামা উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর রাবার শ্রমিক অপহরণের ঘটনার রহস্যের জট খুলতে অনেকটা কোমরে গামছা বেধে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ধারাবাহিক ভাবে জেলার লামা উপজেলায় রাবার বাগান ও তামাক চাষি শ্রমিক,অপহরণ ও তাদের পরিবারের কাছ হতে মোটা অংকের মুক্তিপন আদায়ের ঘটনায় নড়েচড়ে বসেছে বান্দরবানের পুলিশ প্রশাসনে।
ঘটনার প্রেক্ষিতে অপরাধীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
এরই ধারাবাহিকতায় ঘটনার ৪ দিনের মাথায় জেলা পুলিশের বিশেষ অভিযানে লামায় সংগঠিত স্মরণকালের চাঞ্চল্যকর রাবার বাগান শ্রমিক অপহরণের ঘটনার মাস্টারমাইন্ড শিমন ত্রিপুরা,প্রকাশ নয়ন কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের বিশেষ অভিযানে অপহরণের সাথে জড়িত জ্যাকসন ত্রিপুরা,জয়ন্ত ত্রিপুরা,প্রশান্ত ত্রিপুরা নামে আরো তিন জন কে আটক করা হয়েছে।
শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) রাতে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবদুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় গত ৪ঠা জানুয়ারি লমার সরই ইউনিয়নের হিলটপ এগ্রো রাবার বাগানের কেয়ার টেকার হাসমত আলী প্রকাশ রফিক,গত ১৫ই জানুয়ারি ৫ নং সরই ইউনিয়নের বমু খাল এলাকার ৩ টি খামার বাড়ী থেকে ৭ জন তামাক শ্রমিক,গত ২ই ফেব্রুয়ারি একই ইউনিয়নের কমলা বাগান পাড়া থেকে ৭ জন শ্রমিক এবং সর্বশেষ গত ১৬ই ফেব্রুয়ারি ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ম্রো-ঝিরি এলাকার ৫ টি রাবার বাগান থেকে ২৩ জন রাবার শ্রমিক অপহৃত হয়।
ধারাবাহিক অপহরণ এবং মুক্তিপণ আদায়ের ঘটনা সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রত্যেকটি ঘটনার পর থেকে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ অপহৃত ভিক্টিমদের উদ্ধার, ঘটনার রহস্য উদঘাটন, আসামীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে।
ধারাবাহিক অভিযানের ভিত্তিতে গত ২০শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) জেলার বিভিন্ন জায়গা হতে রাবার বাগানের শ্রমিক অপহরণ ঘটনার সাথে জড়িত মাস্টারমাইন্ড শিমন ত্রিপুরা সহ ৪ জনকে আটক করে পুলিশ।এছাড়া অপহরণের পর মুক্তিপনের টাকা গ্রহণের নগদ মোবাইল ব্যাংকিংয়ের সিম, ৭ টি মোবাইল ফোন,২ টি মোটরসাইকেল, ১ টি টর্চ লাইট,১ টি চার্জার হেডলাইট, জব্দ করে পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেফতারকৃত আসামীদের কয়েকজন পূর্বে রাবার বাগানের শ্রমিক হিসেবে কাজ করত।সে সুবাদে ঘটনাস্থল রাবার বাগান এলাকা তাদের পরিচিত।
এছাড়া অপহরণের সাথে জড়িত আসামিদের পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানানো হয়।
এদিকে সর্বশেষ ২৬ জন রাবার বাগান শ্রমিক অপহৃত হলেও জেলা পুলিশের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে ২৩ জন উল্লেখ করার বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবদুল করিম বলেন আমরা অনগ্রাউন্ডে এই পর্যন্ত ২৩ জন ভিকটিম এর ডিটেইলস পেয়েছি। এজন্য ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর কেউ আছে কিনা তা যাচাই করা হচ্ছে।