প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৪ , ৬:৪১:০৬ প্রিন্ট সংস্করণ
বান্দরবানে National social security strategy (NSSS) এর বাস্তবায়নে জেলা ও সদর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগীতায় সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা মূলক কার্যক্রম বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে জেলার মেঘলা এলাকায় পর্যটন মোটেল হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বন্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিলটন মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ।
সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মীরা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধি বৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতাসহ সমাজসেবা কর্তৃক পরিচালিত বিভিন্ন সেবা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন এবং এসব সমাজ সেবা অধিদপ্তরের এ সকল নানামূখি উন্নয়ন কার্যক্রমের বিষয়ে জনগনের কাছে পৌছানোর জন্য সকলের সহযোগিতা কামনা করেন।