চট্টগ্রাম

চট্টগ্রামে এইচএসসি’র ফলাফল : পাসের হার ৭৪.৪৫ শতাংশ

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৩ , ৫:০৮:১৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে এইচএসসি’র ফলাফল : পাসের হার ৭৪.৪৫ শতাংশ

সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার (২৬ নভেম্বর) সকাল সোয়া ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। ঘোষিত ফলাফলে চট্টগ্রাম বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে মেয়েরা। অপরদিকে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি।

গণভবনে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফলে চট্টগ্রাম বোর্ডে চট্টগ্রাম পাসের হার ৭৪ দশমিক ৪৫ শতাংশ। ফলাফলের দিক থেকে চট্টগ্রামে পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে মেয়েরা। ফলাফলে দেখা গেছে ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ২৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৮৮৫ জন। ছাত্রীদের পাসের হার ৭৭ দশমিক ২৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৪৫৪ জন। অপরদিকে চট্টগ্রাম বোর্ডে শতভাগ পাসের হার শূন্য এমন কলেজের সংখ্যা তিনটি। পাসের হারে শূন্য নগরের চান্দগাঁয়ের অবস্থিত ন্যাশনাল পাবলিক কলেজ। এ কলেজের ২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউই পাস করতে পারেনি। অন্যটি মহালছড়ির বৌদ্ধ শিশু গড় স্কুল এন্ড কলেজ এবং অপর প্রতিষ্ঠানের নাম মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ।

আরও খবর

Sponsered content

Powered by