চট্টগ্রাম

বান্দরবান সেনা রিজিওন হেডম্যানদের সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩০ জুন ২০২২ , ৬:৪৬:৪৩ প্রিন্ট সংস্করণ

মো.শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি:

সেনাবাহিনী দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো কাজের অগ্রভাগে সেনাবাহিনীর অবদান উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পার্বত্য অঞ্চলেও সেনাবাহিনীর অবদান অপরিহার্য ।

সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি পার্বত্য অঞ্চলে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যেই আজকের এই সম্মেলন। প্রশাসনের প্রয়োজনীয় সকল সহযোগিতার পাশাপাশি সেনাবাহিনীও তাদের সকল কাজে সহযোগিতা করার জন্য প্রস্তুত।

বান্দরবানে হেডম্যানদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এসব কথা বলেন।

৩০ জুন (বৃহস্পতিবার) সকাল টায় বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের মিলনায়তনে বান্দরবান জেলার অধীনস্থ সাতটি উপজেলার আওতাধীন হেডম্যানদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোমাং সার্কেল চীফ জনাব উ চ প্রু চৌধুরী, এছাড়াও সকল জোনের জোন কমান্ডার সহ,রিজিয়নের অফিসার্স বৃন্দ, দূরদূরান্ত হতে আগত সম্মানিত হেডম্যান সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে আগত হেডম্যানরা স্ব স্ব উপজেলার বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সেনাবাহিনীর এই আয়োজনে সাধুবাদ জানান।

বিশেষ অতিথি বোমাং সার্কেল চিফ তার বক্তব্যে দেশের সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, সেনাবাহিনীর অকৃত্রিম পরিশ্রম ও প্রচেষ্টায় পার্বত্য অঞ্চল আজ সমৃদ্ধশীল। পার্বত্য অঞ্চলের নাগরিক হিসেবে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের দায়িত্ব। দেশের প্রশাসন এবং সরকারের প্রতি আস্থা রেখে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

আরও খবর

Sponsered content