প্রতিনিধি ১৫ মার্চ ২০২৫ , ৬:৫৩:৩১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আওতাধীন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমানের বিরুদ্ধে ক্ষোভের বশবর্তী হয়ে স্যোশাল মিডিয়ায় অপপ্রচারে নেমেছে সন্ত্রাসী একটি গ্রুপ।
Saiful Islam Saif নামীয় ফেইসবুক আইডি থেকে ওসির কথোপকথনের এডিট করা একটি ভয়েস ভাইরাল করে তার নামে অপপ্রচার করে সুনাম ক্ষুন্ন করে ক্ষতি করার চেষ্টা করছে গ্রুপ। মূলত সাইফুল ইসলাম নামে একজন চাঁদাবাজ ও সন্ত্রাসীকে গ্রেপ্তারে একাধিক অভিযান পরিচালনা করছে পুলিশ। সাইফুল গ্রেপ্তার না হলেও ইতোমধ্যে তার একাধিক সহযোগীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে ওসি আরিফ ও তার টীম।
সন্ত্রাসী সাইফুলকে গ্রেপ্তার করা না গেলেও তার ভাই বার্মা সবুজকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্মা সাইফুল ইসলাম সাইফ ও বার্মা ফাহিমসহ তাদের সহযোগীদের গ্রেফতারের জন্য থানা এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এজন্য ক্ষোভের বশবতী হয়ে বিভিন্ন সময়ে ওসি আরিফুর রহমানের নামে মিথ্যা অপপ্রচার করে আসছে সাইফুল ও তার অনুসরারীরা। সন্ত্রাসীতের মূর্তিমান আতংক সজ্জন ওসির বিরুদ্ধে এমন অপপ্রচার দেখে সন্ত্রাসীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গ্রেফতার এড়ানোর জন্য সাইফুল ইসলাম বায়েজিদ থানা এলাকা ছেড়ে পার্শ্ববর্তী খুলশী ও পাঁচলাইশ থানা এলাকায় আত্মগোপনে চলে যায় মর্মে বিশ্বস্ত সূত্রে জানতে পারে পুলিশ। তাকে গ্রেফতারের জন্য গুপ্তচর নিয়োগ করলে একেক গুপ্তচর একেক রকম তথ্য প্রদান করে। এরই ধারাবাহিকতায় কিছুদিন পূর্বে অজ্ঞাত নামা ব্যক্তি ওসির মোবাইলে কল দিয়ে ছাত্রদলের পরিচয়ে বলে, ওনি ওসি পাঁচলাইশের খুব কাছের লোক এবং পাচলাইশ থানার কাজ করে, আসামি গ্রেফতারের সহযোগিতা করে, আমাদেরকে বার্মা সাইফুলকে গ্রেফতারের সহযোগিতা করবে এবং তাকে ধরিয়ে দিবে। যেহেতু বায়েজিদ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী তাকে গ্রেফতারের বিষয়ে তাহার কথায় আশ্বস্ত হয়ে সরল বিশ্বাসে কৌশল অবলম্বন করে তাকে যেকোন উপায়ে ধরিয়ে দিতে অনুরোধ করে। তখন সে কৌশলে উক্ত কথোপকথন এডিট করে প্রয়োজনীয় কথা বাদ দিয়ে অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক কথা উদ্দেশ্য প্রণোদিতভাবে কথা সংযুক্ত করে ফেসবুকের মাধ্যমে ঝধরভঁষ ওংষধস ঝধরভ নামীয় আইডি হতে ছাড়ে। ধারণা করা যাচ্ছে উক্ত ব্যক্তি বার্মা সাইফুলের কাছের কেউ এবং পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য অসৎ উদ্দেশ্যে উক্ত এডিটকৃত কল রেকর্ড ফাঁস করে পুলিশের সুনাম ক্ষুন্ন করে সন্ত্রাসীদের সহযোগিতা করছেন। আর তা যাচাই বাছাই না করে একটি অনলাইন গণমাধ্যম নিউজ প্রকাশ করেছে। নিউজে তারা ওসির বক্তব্য তুলে ধরলেও ওসির সাথে কোনোরূপ যোগাযোগ করেনি বলে জানা গেছে।
বায়েজিদ থানার ওসি আরিফুর রহমান বলেন, সন্ত্রাসীরা ইচ্ছাকৃতভাবে আমার নামে স্যোশাল মিডিয়ায় মিথ্যা গুজব রটানোর কাজে ব্যস্ত। প্রকৃতপক্ষে আমার থানায় সন্ত্রসীদের কোনো ঠাঁই হবে না। আমি এ ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে আছি। মিথ্যা রটানার সত্য অচিরেই জনসমক্ষে তুলে ধরা হবে ইনশাল্লাহ
উল্লেখ্য, ওসি আরিফ বায়েজিদ থানায় যোগদান করার পর থেকে প্রায় শতাধিক সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসি আরিফের নেতৃত্বে বর্তমান টীমের কর্মযজ্ঞ প্রশংসনীয় বলে দাবি স্থানীয় এলাকাবাসীর।