রংপুর

বাড়ি থেকে ডেকে নিয়ে ১০ বছরের অন্ধ শিশুকে ধর্ষণ

  প্রতিনিধি ৯ মার্চ ২০২১ , ৮:২৯:৪৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

গাইবান্ধায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দশ বছর বয়সী অন্ধ এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাশবিক নির্যাতনের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ির পাশে ফেলে যায় অভিযুক্তরা। পরে অসহায় দিনমজুর বাবা-মা শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করেছেন।

নির্যাতনের শিকার ওই শিশু জানায়, সোমবার বিকেলে ফুফু তার শাশুড়ি নুরজাহানের হাতে তাকে তুলে দেয়। দাদী নুরজাহান ফুলছড়ির কেতকির হাটে সবুজ নামে এক যুবকের হাতে তুলে দেয়। এরপর শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় সবুজ। রাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে সদরের মধ্যধানঘড়ায় তার বাড়ির পাশে রেখে যায় নুরজাহান।

শিশু ও তার পরিবারের অসহায়ত্ব দেখে উদ্বেগ প্রকাশ করেন হাসপাতালে চিকিৎসাধীন অন্য রোগীরা।

এ ঘটনায় দিনমজুর পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা হয়নি। তবে নির্যাতিতা শিশুটির মা এ ঘটনার বিচার দাবি করেছেন।

নির্যাতিতার পরীক্ষা-নিরীক্ষার প্রস্ততি চলছে বলে জানান গাইবান্ধা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুজন পাল।

পুলিশকে সউদ্যোগী হয়ে মামলা করার দাবি জানিয়েছেন নারী মুক্তি কেন্দ্রের সভাপতি নিলুফার ইয়াসমীন শিল্পী।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

আরও খবর

Sponsered content