রংপুর

বিএনপির আরও ১১ নেতা রিমান্ডে

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২৪ , ৭:২৯:৩২ প্রিন্ট সংস্করণ

বিএনপির আরও ১১ নেতা রিমান্ডে

কোটা সংস্কার আন্দোলনের সময় দিনাজপুরে সহিংসতার অভিযোগে করা মামলায় গ্রেফতার বিএনপির ১১ জনের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৯ জুলাই) বিকালে দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে ১১ জনকে সোপর্দ করে। তাদেরকে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। উভয়পক্ষের শুনানি গ্রহণ করে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

আসামিরা হলেন- জেলার বীরগঞ্জ উপজেলা যুবদল নেতা নুর আমিন (২৬), ছাত্রদল নেতা জাকির হোসেন (২৭), যুবদলের সদস্য নুরুল ইসলাম (২৪), যুবদলের সদস্য রিপন আলী (২৬), ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ আলী (২৯), হাকিমপুর উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শামসুল হক সর্দার (৫৮), পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদত হোসেন (৫২), বিরামপুর উপজেলার বিএনপির সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান (৫৫), বিএনপি নেতা গোলাপ হোসেন (৩৬), সদর উপজেলা বিএনপির নেতা রেজাউল করিম বাবু (৪৫) ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্লাবন (২৮)।

আদালত পরিদর্শক জানান, বিকালেই আসামিদেরকে রিমান্ডের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। রিমান্ড শেষে আগামীকাল তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর

Sponsered content