প্রতিনিধি ২৭ আগস্ট ২০২০ , ৭:৫৯:৫৮ প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত অফিসারদের বিভিন্ন ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কার প্রদান কারা হয়েছে। বরিশাল পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা শেষে বিএমপি কমিশনার মো: শাহাবুদ্দিন খান-বিপিএম (বার) এ পুরস্কার তুলে দেন।এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, ভালো কাজের জন্য পুরস্কার দেয়া হবে। তবে কারো বিরুদ্ধে যেন কোন বদনাম না শুনতে হয়। কোন অপেশাদারিত্বের অভিযোগ পেলে তাকে বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না, তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। আলোচনা এবং মাসিক কল্যান সভার শেষ দিকে থানা পুলিশের মাস সেরা কর্মকর্তাদের নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। এদের মধ্যে দুইজন এজাহার নামীয় আসামী গ্রেফতার এবং একজন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করায় কোতোয়ালি মডেল থানার এসআই আশুতোষ সরকার, রোমান হত্যা মামলায় রহস্য উদঘাটন ও দু’জনকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানে এসআই মোঃ আল-আমিন পুরস্কৃত করেন। এছাড়া দন্ড বিধি ৪৫৭/৩৮০ মামলায় তিনজন আসামী গ্রেফতার ও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করায় কাউনিয়া থানা পুলিশ পরিদর্শক মোঃ সাগির ও তার টিম, দন্ড বিধি ৩৮০ এর দু’জন আসামী গ্রেফতার ও ৫ চোরাই গরু উদ্ধারসহ একজন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করায় এয়ারপোর্ট থানার এসআই দীপায়ন’কে পুরস্কৃত করেন এবং আরো পুলিশের অন্যান্য কর্মকর্তাগণকে বিভিন্ন ক্যাটাগরি ও ভালো কাজের জন্য পুরস্কৃত করেন।