দেশজুড়ে

একাদশের ভর্তি ফি অর্ধেকসহ ৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২০ , ৬:১৬:২১ প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রতিনিধি: একাদশ শ্রেণিতে ভর্তি ফি অর্ধেক ও ভর্তি নিশ্চিতকরণ ফি বাতিলসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মহানগর কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রমৈত্রীর উত্থাপিত দাবিগুলো হলো, উচ্চ মাধ্যমিকে ভর্তি ফি অর্ধেক মওকুফ করা। ভর্তি নিশ্চিতকরণ ফি বাতিল করা। শিক্ষার্থীদের ফ্রি, উচ্চ গতির ইন্টারনেটসহ অনলাইন প্রণোদনা বাস্তবায়ন করা। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের বেতন ও সেমিস্টার ফি মওকুফ করা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি ও লুটপাট বন্ধসহ, ব্যর্থ স্বাস্থমন্ত্রীকে অপসারণ করা। করোনাকালীন বাস্তবতা বিবেচনায় সরকারি চাকুরীতে বয়সসীমা পুনবিবেচনা করা। শিক্ষা ব্যবস্থাকে সা¤প্রদায়িকতা মুক্ত করা। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করা। সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের সান্ধকালীন কোর্স বাতিল করে দুই শিফট চালু করা। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সরকারি প্রণোদনার আওতায় আনা। বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী মহানগর কমিটির সভাপতি এএইচএম জুয়েল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স¤্রাট রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, ছাত্রনেতা নাজমুল করিম অপু, মহানগর ছাত্রমৈত্রী নেতা চঞ্চল, সাকিব, রুবেল, সাজন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by