রাজশাহী

সিরাজগঞ্জে আগাম বন্যা পূর্বাভাস বিষয়ে মতবিনিময় সভা

  প্রতিনিধি ৩১ মে ২০২২ , ৭:২৭:০৭ প্রিন্ট সংস্করণ

এস,এম আল আমিন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি‘র আয়োজনে ও বিশ্ব খাদ্য সংস্থা ( ডাব্লিউ এফ পি) এর সহযোগিতায় আগাম পূর্বাভাস ভিওিক সাড়াদান (FbF/AA) কার্যক্রম বাস্তবায়নের কৌশল সমূহ সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ মে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে এনডিপি উপ পরিচালক কাজী মাসুদুজ্জামান পল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজগঞ্জ মোঃ মোবারক হোসেন, সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, জেলা ত্র্যাণ ও দূর্যোগ ব্যাবস্থাপনা কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান। সভায় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য, অর্জন এবং আগামীদিনের পরিকল্পনা, কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডাব্লিউ এফপি এর প্রতিনিধি মোঃ নুরুল আমীন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক, ইউএনএফপিএ ফিল্ড অফিসার ডাঃ কানিজ ফাতেমা, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, সুক এর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ জেল হোসেন, সিরাজগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, ডাবিøউএফপি‘র প্রোগ্রাম এসোসিয়েট মোঃ সাদেক,এনডিপি সহকারী ব্যবস্থাপক ( শিক্ষা ও প্রতিবন্ধিতা) শিপন চন্দ্র নাগ প্রমূখ।

উলে­খ্য সিরাজগঞ্জে আগাম বন্যা পূর্বাভাস ভিওিক সাড়াদান কার্যক্রম ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রধান ও সরকারি কর্মকর্তাদেরকে নিয়ে জনসচেতনতা মূলক আগাম পূর্বাভাস আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Powered by