দেশজুড়ে

বিজয়নগরের শতবর্ষের পুরনো অবহেলিত রাস্তা পুনরুদ্ধার

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:০৬:১৪ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরের শতবর্ষের পুরনো অবহেলিত রাস্তা পুনরুদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ২নং চান্দুরা ইউনিয়নের সাতগাঁও পূর্বভাগ এর শতবর্ষের অবহেলিত রাস্তা উদ্ধার করে জনচলাচলের উপযোগী করে আলোচনায় এসেছে শিহাব উদ্দিন ও সহযোগিতায় মিজান মিয়া, ছাহেব আলী (মেম্বার) সহ অনেক হৃদয়বান।

জানা যায়,  ১৯৭১ সনেরও পূর্বে ব্যবহৃত রাস্তাটি প্রায় দীর্ঘ বছর এলাকার জনগণে ব্যবহারে অনুপযোগী ছিল। উক্ত রাস্তাটির দুর্ভোগের কারণে অনুমান ৫০০ বিঘা কৃষি জমির কৃষক অতি কষ্টে তাদের কৃষিকাজ করতে হতো। সাতগাঁও পূর্বভাগে কবরস্থান রয়েছে, সেখানেও মৃতদেহ নেওয়া দূরসাধ্য ছিল। এমনই পরিস্থিতিতে পশ্বারচাঁদ এলাকার শিহাব উদ্দিন এর উদ্যোগে ও মিজান মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় রাস্তাটি পুনরায় মাটি দিয়ে ভরাট করে কবরস্থান ও কৃষি জমিতে আসা-যাওয়ার ব্যবস্থা করেছেন। এতে করে এলাকার  হাজারো মানুষের উপকার হয়েছে।

এলাকার সাধারণ জনগণের অনুভূতিতে আবেগ উৎফুল্লতে জানান, আমরা এই দীর্ঘ বছর এই রাস্তাটির দুর্ভোগে অনেক বৎসর কৃষি জমিতে যেতে পারছিলাম না এমনকি ওই খানে আমাদের গুরুস্তান আছে, কেউ মৃত হলে তাদেরকেও কবর দিতে অনেক কষ্ট পোয়াতে হচ্ছিল। রাস্তাটি শিহাবের উদ্যোগে করে দেওয়াতে আমরা অনেক খুশি।  

এ বিষয়ে শিহাব উদ্দিন জানান, আমরা দেশ ও দশের স্বার্থে বিভিন্ন জায়গায় ছোটখাটো রাস্তায় সিসি ঢালাই সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছি।  আসছি, আমি জনসাধারণের দোয়া চাই।

আরও খবর

Sponsered content