প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৪ , ৫:৫৮:০২ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আওয়ামী শাসনামলে দুর্নীতিগ্রস্ত ইউপি চেয়ারম্যান দানা মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।
১৭ই অক্টোবর (বৃহস্পতিবার) ইসলামপুর ইউনিয়নের ৩জন মহিলা মেম্বার মিলে দানা মিয়া (৫৫) বর্তমান ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসের বরাবর অভিযোগ দাখিল করেন।
অভিযোগের উল্লেখ করেন, গত ৩বছর যাবত পরিষদের সদস্যদের বেতন ভাতা আটকে রাখেন। গত ২মাস যাবত তার কাছে এসব হিসাব চাইলে বিভিন্ন তালবাহানায় এড়িয়ে যান। আওয়ামী শাসনামলে দলীয় প্রভাব খাটিয়ে লক্ষ লক্ষ টাকার ভুয়া অতিপত্র ও জালিয়াতি করে প্রজেক্ট দেখাইয়া পরিষদের বিভিন্ন ভাবে অর্থ আত্মসাৎ করেন। ২০২২-২৩ অর্থবছরের ট্যাক্সের টাকা আত্মসাৎসহ ১% হারে ৮ লক্ষ টাকার ভুয়া প্রজেক্ট দেখাইয়া সে নিজে আত্মসাৎ করিয়াছেন। এমনকি চর ইসলামপুর উচ্চ বিদ্যালয়ে বরাদ্দকৃত ১লক্ষ ৯০হাজার টাকার প্রজেক্ট স্কুলের সভাপতিকে না জানিয়ে উত্তোলন করে নিজে আত্মসাৎ করিয়াছেন। মাটি ভরাটের নামে ২টন গমের টাকাও আত্মসাৎ করিয়াছেন অভিযোগে উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে চেয়ারম্যান দানা মিয়াকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।