প্রতিনিধি ৭ জুলাই ২০২৪ , ৮:২৯:৩২ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়া পাড়া হইতে ১৮০০ পিচ ইয়াবাসহ মো. সাদ্দাম হোসেন (৩১) নামে একজনকে আটক করেন বিজয়নগর থানা পুলিশ।
আটককৃত সাদ্দাম হোসেন উপজেলার নলঘড়িয়ার আহমদ মিয়ার ছেলে।
৭ই জুলাই (রবিবার) ৩টা ২০মিনিটে এস আই(নিরস্ত্র), জাহাঙ্গীর আলম ও এ এসআই, দেলোয়ার হোসেন তাদের সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান কালে বাদল ডাক্তার এর নির্মাণাধীন বিল্ডিং ঘরের হেফাজত হইতে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুল ইসলাম বলেন, আমাদের অফিসাররা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে সাদ্দাম নামে ব্যক্তিকে আটক করে ১৮০০ পিচ ইয়াবা উদ্ধার করে নিয়মিত মামলা রুজু করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।