প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:১৬:৫৫ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অবস্থিত আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৭শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে কলেজ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা।
অনুষ্ঠানে অত্র কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কাজী শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দাতা সদস্য কাজী রুবেদা খানম দারুল কুরআন দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আমেনা বেগম মাওলানা মোহাম্মদ মোখলেছুর রহমান
এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ হাফেজ মো. শফিকুর রহমান।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য পরামর্শ দেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।