দেশজুড়ে

মাদক কারবারিদের হামলায় আহত ছাত্রদলকর্মীর মৃত্যু

  প্রতিনিধি ২৪ জুন ২০২০ , ৩:৩৭:১৩ প্রিন্ট সংস্করণ

মাদক কারবারিদের হামলায় আহত ছাত্রদলকর্মীর মৃত্যু

চট্টগ্রাম ব্যাুরো: চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার মাদক কারবারিদের ছুরিকাঘাতে আহত হওয়ার ৫ দিন পর মীর সাদেক অভি প্রকাশ অভি মীর (২২) নামের এক ছাত্রদলকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মহানগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মীর সাদেক অভি (২৪) নগরের আগ্রাবাদের হাজিপাড়া এলাকায় থাকতেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

জানাগেছে, গত ১৮ জুন সন্ধ্যায় অভি মীরসহ এলাকার যুবকরা মাদক বিক্রি মাদক সেবনের বিরুদ্ধে এলাকায় প্রতিরোধ গড়ে তোলে। তারা কয়েকজন মাদক বিক্রেতাকে ধরতে গেলে মাদক ব্যবসায়ীরা অভিকে কয়েকটি ছুরিকাঘাত করে। অভির বুকে পিটে এবং তলপেটে ছুরিকাঘাত করলে গুরুত্বর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তার অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে নগরীর মেট্টোপলিটন হাসপাতালে নেয়া হয়। এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রাত ২টায় অভি মারা যান। এর আগে আহত হওয়ার পর অভি নিজে বাদী হয়ে হার উপর হামলাকারীদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন।

নগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল বলেন, অভি এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলো। সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো মেধাবী এই ছাত্রনেতা। এলাকার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের পথের কাটা হওয়ায়, তাকে হত্যা করে মাদক সন্ত্রাসীরা। সৌরভ বলেন, আমরা নগর ছাত্রদল অনতিবিলম্বে অভির খুনীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

যেহেতু মৃত্যুর পূর্বে অভি নিজেই বাদী হয়ে নাম উল্লেখসহ মামলা করেছে, তাই খুনিরা চিহ্নিত। তাদের গ্রেফতারের দাবী জানাই। এদিকে অভির মৃত্যুতে শোক প্রকাশ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।

আরও খবর

Sponsered content

Powered by