দেশজুড়ে

বিজয়নগরে নাশকতা মামলায় চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৪ , ৬:৪৯:০২ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে নাশকতা মামলায় চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

বিএনপি নেতা এস এম রাষ্ট্রু মিয়ার নাশকতার মামলায় এক চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিজয়নগর থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলামের নির্দেশে বিজয়নগর থানার এস,আই ইউসুফ ও এস,আই মাহাবুব সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া (৪৫),চম্পকনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল হক (হামদু),হরষপুর ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া (৪৫) এবং বিজয়নগর নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলিউর রহমান (৪৫)কে বিজয়নগর থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে আটক করে।

বিজয়নগর থানায় গত ২৭ আগস্ট বিএনপি নেতা এস এম রাষ্ট্রু মিয়া বাদী হয়ে একটি নাশকতার মামলা দায়ের করে।যার নম্বর ১০তারিখ ২৭/৮/২৪ ইং।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো: সহিদুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।

আরও খবর

Sponsered content