প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৩৮:১৫ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশ এর আয়োজনে নদীর সুরক্ষায় এক র্যালি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
২২শে সেপ্টেম্বর (রবিবার) ২০২৪ইং বেলা ১১টায় “তরী বাংলাদেশ” বিজয়নগর শাখার বর্ণাঢ্য র্যালি মির্জাপুর মোড় থেকে শুরু হয়ে উপজেলা প্রাঙ্গণে শেষ হয়।
বিশ্ব নদী দিবসের এবারের প্রতিপাদ্য নদী বাঁচাও – দেশ বাঁচাও। বিশ্বের অন্যান্য দেশের মতো দেশের বিভিন্ন জেলায়সহ বিজয়নগরেও দিবসটি পালিত হয়েছে।
“তরী বাংলাদেশ” বিজয়নগর উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মোঃ সাদেকুল ইসলাম ভূঁইয়া ও সদস্য সচিব সাংবাদিক আলমগীর হোসাইন এর নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার মোশাররফ সরকার,শাহজাহান সরকার,খাইরুল আলম (জুয়েল),শাহ নেওয়াজ শাহ,জিল্লুর রহমান,বুশরা সুলতানা (মুক্তা),হেলাল উদ্দিন, লিটন মিয়া, কেরামত আলী, মধু মিয়া, সাংবাদিক অপূর্ব দেব, সাংবাদিক রুবেল মিয়া, তরী বাংলাদেশ বিজয়নগর উপজেলার নেতৃবৃন্দ ও ছাত্র শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।নেতৃবৃন্দ বলেন, নদী দিবস উপলক্ষে নিম্নলিখিত দাবিসমূহ পরিপূর্ণ বাস্তবায়ন চেয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
১.নদীর পানি দূষণ রোধে কঠোর আইন প্রণয়ন এবং তার কঠোর প্রয়োগ নিশ্চিত করা। ২.অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং দখলকৃত নদী তীর পুনরুদ্ধার করা। ৩.নদীর স্বাভাবিক প্রবাহ ও পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা। ৪.নদী রক্ষায় সাধারণ জনগণকে সচেতন করার জন্য নিয়মিত প্রচারণা চালানো। ৫.নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ উদ্যোগ গ্রহণ।৬. অবৈধ জলাশয় ভরাট ও বিভিন্ন নদীর নাব্যতা নিশ্চিত করা।এই দাবিগুলো দ্রুত কার্যকর হবে এবং নদীগুলো পূর্বের স্বাস্থ্য ফিরে পাবে। আপনাদের সঠিক উদ্যোগ ও পদক্ষেপে আমাদের দেশের নদীগুলোকে রক্ষা করা সম্ভব হবে বলে বিশ্বাস করি।