রংপুর

বিরলে শিক্ষা উপকরণ বিতরণ

  প্রতিনিধি ৭ জুন ২০২১ , ৮:৪১:৩১ প্রিন্ট সংস্করণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের বিরলে আশ্রয় নামের একটি বে-সরকারি সংস্থার রিয়্যালাইজ প্রকল্পের অন্তর্ভুক্ত ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনে মনোযোগী করতে এবং প্রাক-প্রাথমিক শ্রেণির কর্নার উপকরণসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আশ্রয় নামের ওই বেসরকারি সংস্থার বিরল উপজেলা কার্যালয়ে সোমবার আলোচনা সভা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আশ্রয় সংস্থার বিরল ইউনিট ম্যানেজার মধু মহন রায়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আশ্রয় সংস্থার বিয়্যালাইজ প্রকল্পের প্রকল্প ম্যানেজার কেরিনা সরেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) জয়ন্ত কুমার, বিশেষ অতিথি আশ্রয় সংস্থার উন্নয়ন কর্মকর্তা সুভাষ মার্ডি, ইডিসি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, মাহাতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম। এ সময় আশ্রয় সংস্থার ফাইনেন্সিয়াল কর্মকর্তা শেফালী রাণী, এডুকেশন অর্গানাইজার আবু তালেব, শিউলী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content

Powered by