দেশজুড়ে

উজিরপুরের হারতায় ইউপি সদস্য’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, দুর্নীতি তদন্ত শুরু

  প্রতিনিধি ১৮ আগস্ট ২০২০ , ৭:৩৫:৪০ প্রিন্ট সংস্করণ

smart

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুরের হারতা ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য শান্তনা মল্লিকের বিরুদ্ধে বয়স্ক ভাতা, বধবা ভাতা, মাতৃত্বভাতা, আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্ধের নামে ঘুষ দুর্নীতির তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটনাস্থলে তদন্তের সময় তাদের সমুখে শত শত বিক্ষুব্ধ নারী, পুরুষ দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে। মিছিলের নেতৃত্বদেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফুল্ল মল্লিক। উজিরপুর উপজেলার গ্রামের হতদরিদ্র প্রিয়লাল মল্লিক, রতন মল্লিক, সমিরন রায়, ক্ষিতিশসহ ত্রিশজনে গত ১৬ আগষ্ট উপজেলার কালবিলা মহিলা ইউপি সদস্য শান্তনা মল্লিকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী এর কাছে নামে ঘুষ দুর্নীতির অভিযোগ এনে লিখিত আবেদন করে। নির্বাহী অফিসার অভিযোগের বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহানকে সহ তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করেন। ওই তদন্ত কমিটি ১৭ আগষ্ট সোমবার বেলা ১১ টায় তদন্তে যায়। এসময় স্থানীয়রা অভিযুক্ত ইউপি সদস্য শান্তনা মল্লিকের পদত্যাগের দাবী জানিয়ে বিক্ষোভ মিছিল করে।
অভিযোগ কারিরা বলেন, কালিপদ মল্লিকের কাছ থেকে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দের নামে ১০ হাজার, লক্ষী ফলিয়ার কাছ থেকে বিধবা ভাতা জন্য ৬ হাজার, প্রিয়লাল মল্লিকের কাছ থেকে ঘর বরাদ্দের নামে ৬ হাজার, রতন মল্লিকের কাছ থেকে ঘরর জন্য ১৩ হাজার, সমীরন মল্লিকে বয়স্ক ভাতা বাবদ ৭ হাজার, ক্ষিতিশ বল্লভের কাছ থেকে বয়স্ক ভাতা জন্য ১০ হাজার, সীমা মল্লিকের কাছ থেকে মাতৃত্ব ভাতার জন্য ৩ হাজার, বিজলী মল্লিকের কাছ থেকে ৩ হাজার, শঙ্কর মল্লিকের কাছ থেকে ১২ হাজার, দিলিপ কুমার বিশ্বাসের কাছ থেকে ১০ হাজার, অঞ্জু বৈরাগীর কাছ থেকে ৬ হাজার,হরেন্দ্রনাথ মল্লিকের কাছ থেকে ৩ হাজার টাকা মহিলা ইউপি সদস্য শান্তনা মল্লিক ঘুষ নেয়। এব্যাপারে তদন্ত কমিটির প্রধান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আবুল কালাম আজাদ বলেন তদন্ত চলছে। তদন্ত শেষ না হলে কিছুই বলা যাবে না। অভিযুক্ত ইউপি সদস্য শান্তনা রানী সাংবাদিকদের জানান, তার সাথে জমি নিয়ে বিরোধের কারণেই কতিপয় লোক অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।

আরও খবর

Sponsered content

Powered by