প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২৩ , ৮:৩২:১০ প্রিন্ট সংস্করণ
ভোরের দর্পণ ডেস্ক :
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ মে বিশ্বব্যাংক ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
বলেন, ‘বিশ্বব্যাংকের জন্য বাংলাদেশ একটি মডেল দেশ। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে। তারা বাংলাদেশের চিত্তাকর্ষক উন্নয়নকে তার নেতৃত্বের প্রতিশ্রুতির কারণে অন্যান্য দেশের কাছে একটি মডেল হিসেবে বর্ণনা করে।’
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী ১ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দফতরে ‘রিফ্লেকশান অন ফিফটি ইয়ার্স অব বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংক পার্টনারশিপ’- শীর্ষক সেমিনারের আয়োজন করা হবে।
সেমিনারে প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ভাষণ দেবেন।
অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের যাত্রা এবং গত পাঁচ দশকে দেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে।
এছাড়াও, ‘বাংলাদেশ-ওয়ার্ল্ড ব্যাংক ফিফটি ইয়ার্স অব পার্টনারশিপ’- শিরোনামে একটি মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হবে।
একই দিনে প্রধানমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র এক্সিকিউটিভ অফিসাররা ২ মে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন।
এরপর ইউএস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুজানে পি ক্লার্ক প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
একই দিনে তিনি ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট নিসা বিসওয়ালের আমন্ত্রণে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের সাথে উচ্চ পর্যায়ের নির্বাহী গোলটেবিলে অংশ নেবেন এবং মূল বক্তব্য দেবেন।
সন্ধ্যায় দ্য ইকোনমিস্টকে সাক্ষাৎকার দেবেন প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বাঙ্গা’র সাথে তার সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।