ঢাকা

বিসিবি নির্বাচনে পরিচালক নির্বাচিত হওয়ায় পাপ্পা গাজীকে ফুলেল শুভেচ্ছা

  প্রতিনিধি ৯ অক্টোবর ২০২১ , ৬:১২:৫২ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে (ক্যাটাগরি -২ , ক্লাব ) পরিচালক নির্বাচিত হওয়ায় রূপগঞ্জের কৃতি সন্তান গাজী গোলাম মর্তুজা পাপ্পাকে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান।

৯অক্টোবর শনিবার তারা ঢাকায় গাজী গোলাম মর্তুজা পাপ্পাকে ফুলের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে হ্যাট্রিক করেছেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তিনি নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জ্যেষ্ঠ সন্তান ।

দেশের ক্রিকেটাঙ্গনে গাজী গোলাম মর্তুজা পরিচিত মুখ। এর আগে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিসিবির সবশেষ টুর্নামেন্ট কমিটিতেও তিনি চেয়ারম্যান ছিলেন। তাদের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

আরও খবর

Sponsered content