দেশজুড়ে

বৃষ্টির কারণে চট্টগ্রামে প্রথমদিনে একঘন্টা পর শুরু এইচএসসি পরীক্ষা

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ৬:১২:২৬ প্রিন্ট সংস্করণ

HSC exam

চট্টগ্রামে যে বৃষ্টির কারণে ১০দিন পর পিছিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হলো, সে বৃষ্টিই আবার বাধা হয়ে দাড়িয়েছে পরীক্ষা গ্রহণে। তাই পরীক্ষা শুরুর প্রথমদিন রবিবার (২৭ আগস্ট) একঘন্টা দেরিতে শুরু হয়েছে পরীক্ষা।

দেরীতে পরীক্ষা শুরুর বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্র নাথ বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে না পারার কারণে শিক্ষা উপমন্ত্রীর পরামর্শে প্রথম দিনের পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। অন্য পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা কেন্দ্রের ভেতরে থাকবে। এতে নগরীর কেন্দ্রগুলোতে এক ঘণ্টা পিছিয়ে পড়লেও কোনো সমস্যা হওয়ার কথা নয়।

আরও খবর

Sponsered content

Powered by