
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার-৬, বাঞ্ছারামপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার দরিকান্দি শাহী ঈদগাহ মাঠে দরিকান্দি ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় বীর মুক্তিযোদ্ধা গোলাম ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনের মনোনীত এমপি প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদ।
বক্তব্যে তিনি বলেন, আমি বাঞ্ছারামপুরের আপামর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বাঞ্ছারামপুরের যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ। তিনি আরও বলেন, শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মাদকমুক্ত বাঞ্ছারামপুর গড়ে তুলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য জনপদ উপহার দিতে চাই। এ সময় তিনি দল-মত নির্বিশেষে সকলকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহ-সভাপতি মাওলানা ক্বারী আব্দুল মালেক ফয়েজী, ইসলামী আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন খাসনগরী, বাঞ্ছারামপুর কল্যান সমিতির ইউনিয়ন প্রতিনিধি এস এম আতিকুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন আনার, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মুফতি সাজিদুল হক খায়রী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আশেক এমরান, প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সভাপতি এম এ আউয়াল, হাফেজ আব্দুর রহমান মোল্লাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।