বাংলাদেশ

বেনাপোল দিয়ে টুরিস্ট ভিসায় ভারত যাচ্ছেন যাত্রীরা

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২২ , ৫:৪২:০৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের কারণে দুই বছর বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (৫ এপ্রিল) থেকে টুরিস্ট ভিসায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল শুরু হয়েছে। টুরিস্ট ভিসা চালু হওয়ায় বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ১৩ মার্চ বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল বন্ধ হয়ে যায়। পরে করোনার সংক্রমণ একটু কমলে মেডিকেল ও ব্যবসায়ী ভিসা পাওয়া যাত্রীরা দুই দেশের মধ্যে যাতায়াতের অনুমতি পাই। পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন অফিস টুরিস্ট ভিসা চালু করলেও ওই ভিসায় বিমানে যাওয়ার অনুমতি থাকায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বন্ধ ছিল টুরিস্ট ভিসা পাওয়া যাত্রীদের চলাচল।

গত ১৩ মার্চ বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহিরাগমন ২ এর যুগ্ম সচিব মো. শাহরিয়াজ (পিএএ) স্বাক্ষরিত পত্রে জানানো হয়, ভারতীয় নাগরিকদের বাংলাদেশে আগমনের জন্য শর্ত সাপেক্ষে ভিসা প্রদানে নির্দেশ ক্রমে এ বিভাগের সম্মতি জানানো হলো। বাংলাদেশ সরকার এ সিদ্ধান্ত দেয়ার পর ভারত সরকারও একইভাবে ভারতে টুরিস্ট বাংলাদেশিদের জন্য ভিসা চালু করেন এবং ৩ মার্চ থেকে সড়ক পথে টুরিস্ট ভিসা ইস্যু করেছেন। ২০২২ সালে নতুন টুরিস্ট ভিসা পাওয়া ৭/৮ জন বাংলাদেশি যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ভ্রমণে গেছেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, ভারতীয় হাইকমিশন ৩ মার্চ থেকে নতুন টুরিস্ট ভিসা চালু করেছেন। ২০২২ সালে দেয়া নতুন ভিসায় কয়েকজন যাত্রী ভারতে গেছেন। তবে পাসপোর্টে আগের পাওয়া পুরাতন ভিসায় কোনো যাত্রী ভারতে যেতে পারছেন না। ২০২২ সালে নেয়া টুরিস্ট ভিসার যাত্রীরা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ভ্রমণ করতে পারবেন বলে তিনি জানান।

আরও খবর

Sponsered content

Powered by