চট্টগ্রাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী বাঁশখালী পৌর শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৪ , ৫:০৩:১২ প্রিন্ট সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী বাঁশখালী পৌর শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বাঁশখালী পৌরসভা শ্রমিক লীগের সহ সভাপতি মো. আনছারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সিন্নিপুকুর পাড় সংলগ্ন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনছার ওই এলাকার মোহাম্মদ হারুনের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কয়েকদিন আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।

বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ‘বাঁশখালী আদালত থেকে একটি মামলায় আনছারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রবিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’