দেশজুড়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিয়াজ, মূখ্য সংগঠক সজল 

  প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৩৩:৩৩ প্রিন্ট সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিয়াজ, মূখ্য সংগঠক সজল 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা। 

কাজী রিয়াজুল ইসলাম রিয়াজকে আহ্বায়ক, সোহেল রানা সদস্য সচিব ও আনিসুর রহমান সজলকে মূখ্য সংগঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার প্রায় ৬০৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০ টায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ৬ মাস মেয়াদি এ কমিটির নাম, পদ -পদবি  প্রকাশ করে।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ-এ এই কমিটি প্রকাশ করা হয় কমিটিতে  সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সাইফ খান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মো: আশরাফ। কমিটিতে অন্যান্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক পদে আশিক আহম্মেদ নূর, মো. রুবেল হৃদয়, রাহুল ইসলাম, তানিয়া আহমেদ, রাকিবুল ইসলাম বাবু, এনামুল হক চৌধুরী, যুগ্ম সদস্য সচিব পদে তাহসিন চৌধুরী, জারিফ ফায়েজ, সাইম হোসেন, মো: আব্দুল কাইয়ুম, রাতুল শেখ, জান্নাতুল ফেরদৌস স্বর্না, সাজিদ মন্ডল, সাজ্জাদ হোসেন, মো: মেহরাব ইসলাম নিবির, তামিম হোসাইন রনি ও খালিদ হাসান।

আরও খবর

Sponsered content