প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৪ , ৩:২৭:০৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ক্রয় রসিদ সংরক্ষণ না করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বোয়ালখালী উপজেলার মুরাদমুন্সীরহাট ও শাকপুরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।
এসময় উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ,বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মোহাম্মদ মহিউদ্দীন আকরাম,বোয়ালখালী আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও বোয়ালখালী থানা পুলিশ সদস্য।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা বলেন, বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন
না করায় এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৪০ ধারায় ৫ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তিনি।