চট্টগ্রাম

বোয়ালখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

  প্রতিনিধি ১০ অক্টোবর ২০২৪ , ৩:৩৩:০৭ প্রিন্ট সংস্করণ

বোয়ালখালীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে অভি দে (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুর ২ টার দিকে বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত অভি দে ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মহাজন বাড়ীর সমর দে এর পুত্র। অভি দে কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিল।

অভি দে ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের  খরণদ্বীপ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। মানষিক ভারসাম্যহীন

সমস্যার কারণে লেখাপড়া বেশিদূর আগাতে পারেনি বলে জানা যায়।

নিহত অভি দের পরিবার জানায়, দূর্গাপূজা উপলক্ষে অভি মামার বাড়ীতে বেড়াতে যেতে চেয়ে ছিল। এতে তার মা আঁখি দে বাঁধা দিলে মা ছেলের ঝগড়া লেগে যায়। তখন পরিবারের সদস্যদের অগোচরে অভি গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে ঘটনাস্হল থেকে অভিকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিছুটা মানষিক ভারসাম্যহীন হওয়ায় কারণে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় তার স্বজনরা।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.ফারজানা বলেন, অচেতন অবস্থায় স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। সে গলায় ফাঁস দিয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। 

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার বলেন, অভি দে নামের যুবকের লাশ বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে বোয়ালখালী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরও খবর

Sponsered content