রংপুর

ঠাকুরগাঁওয়ে আদিবাসী সম্প্রদায়ের কারাম উৎসব

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২০ , ৫:০০:১৭ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ওরাঁও সম্প্রদায়ের কারাম উৎসব। পরিবারের সুখ-শান্তির জন্য ও নিজেদের সুস্থতায় কারাম নামের একটি বিশেষ বৃক্ষের বন্দনার মধ্য দিয়ে ওরাঁও সম্প্রদায়ের লোকজন এই উৎসব পালন করে। জাতীয় আদিবাসী পরিষদ ও ঠাকুরগাঁও কারাম পূজা উদযাপন কমিটির আয়োজনে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার সালান্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা গ্রামে ওরাঁওদের এই উৎসব শুরু হয়। ঠাকুরগাঁও কারাম পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ^নাথ কেরকেটার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তপন কুমার ঘোষ, ঠাকুরগাঁও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অশোক কুমার দাশ, সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া, সালান্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি ও জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা মনসুর আলী। এ সময় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাড. ইমরান হোসেন চৌধুরী ।

আরও খবর

Sponsered content

Powered by